Search This Blog

Wednesday, October 19, 2016

Teespring bangla tutorial by Rasel Ahmed

কিভাবে অনলাইনে টিশার্ট সেল করবেন – টিস্প্রিং এর বিস্তারিত গাইডলাইন


Shovon

আমি শোভন লাল। ইন্টারনেট মার্কেটিংনিয়ে কাজ শিখছি, করছি।

                                               

অনলাইনে টিশার্ট বিক্রির বিষয়টি আজ আর নতুন কোন বিষয় নয়। অনলাইনে যারা ক্যারিয়ার গড়তে চান তাদের অন্যতম পছন্দের বিষয় হল টিশার্ট সেলিং বিজনেস।
একটা সময় ছিল যখন অনলাইনে টিশার্ট সেল করাটা খুব সহজ বিষয় ছিল না। এটা করার জন্য আস্ত একটা টিশার্টের দোকান থাকাটা খুব জরুরি ছিল। কিন্তু ২০১৬ তে এসে বিষয়টা খুব সিম্পল হয়ে গেছে।
বাংলাদেশে অনলাইনে টিশার্ট সেল বলতে আমরা  Teespring কেই বুঝি । অনলাইনে টিশার্ট সেলের জন্য আপনি অনেক প্লাটফর্ম পাবেন। তবে এগুলোর মধ্যে Teespring -ই  সবচেয়ে বেশি জনপ্রিয়।


একটা টিশার্ট তৈরির জন্য আপনাকে কয়েকটি ধাপে কাজ করতে হয়-

  • ডিজাইন ক্রিয়েট করা
  • টিশার্টের উপর ডিজাইনটি প্রিন্ট করা
  • টিশার্টের গুনগত মান নিশ্চিত করা
ভেবে দেখুন, এই কাজ গুলো করার জন্য আপনার কী পরিমাণ পরিশ্রম, সময় ব্যয় ও অর্থ বিনিয়োগের প্রয়োজন হত ! কিন্তু এগুলোর কিছুই আপনাকে করতে হবে না !
কারন Teespring হলএমন একটি প্লাটফর্ম যেখানে আপনি খুব সহজেই এই কাজ গুলি করতে পারবেন।এমনকি আপনি যে টিশার্ট গুলো সেল করবেন সেটা কাস্টমারের নিকট দ্রুত ও নিরাপদে পৌঁছে দেয়ার কাজটিও Teespring করবে।এজন্য Teespring আপনার কাছ থেকে কোন রকম এক্সট্রা চার্জ নেবে না।
অর্থাৎ এটা এমন একটা প্লাটফর্ম যেখানে আপনার লস হওয়ার কোন সম্ভাবনা নেই।আপনার কাজ শুধু সেল করা ও মুনাফা করা।
তবে Teespring আপনাকে তখনই পে করবে যখন আপনি আপনার সেলস টার্গেট পুরন করবেন।ভাবনায় পরে গেলেন ? ভাবনার কিছু নেই।খুব বড় কোন সেলস টার্গেট আপনাকে পুরন করতে হবে না।সবচেয়ে মজার বিষয় হল আপনার সেলস টার্গেট আপনি নিজেই ঠিক করে নেবেন।এটা ১০ টা টিশার্ট-ও হতে পারে ! অর্থাৎ কোন কিছুই আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবেনা।
তাহলে এখন প্রশ্ন হল Teespring কিভাবে লাভ করে এখান থেকে ? সত্যি কথা বলতে কী, এই সব কিছুই হবে তখন, যখন আপনার সেলস ক্যাম্পেইনটি TIP করবে। অর্থাৎ আপনি আপনার সেলস টার্গেট পুরন করবেন এবং এটা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে হতে হবে। শিপমেন্টের পর কাস্টমার যখন পে করবে তখনই কেবল Teespring সব খরচ বাবদ একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে নেবে।এছাড়া আপনাকে আর কোন অর্থ বিনিয়োগ করতে হবে না।

আপনাকে শুধু মার্কেটিং এর দিকটা মাথায় রাখতে হবে। আপনার মার্কেটিং যত ভালো হবে তত বেশি সেল পাবেন আপনি। আর আপনার মুনাফা বাড়তে থাকবে তরতর করে।

কিভাবে শুরু করবেন ??


Monday, August 15, 2016

Tee-shirt Design book

টি-শার্ট ডিজাইন শিখতে চান?
নিয়ে নিন টি-শার্ট ডিজাইনে সেরা কিছু বই:
1. আল্টিমেট টিশার্ট বুক: http://bit.ly/1fWcUUv
2. ডিজাইন ম্যাটার্স: http://bit.ly/1kn2DF3
3. ডিজাইন ইট ইউরসেলফ: http://bit.ly/1hrEYmr
4. ফটোশপ টেকনিক্স: http://bit.ly/1eoSSFW
5. ফটোশপ ফর স্ক্রিন প্রিন্টার: http://bit.ly/1pxo2zb
6. প্রিন্ট লিবারেশন: http://bit.ly/1fWg2zE
7. থ্রি হান্ড্রেড পার্সেন্ট কটন: http://bit.ly/1hrJXmS
বইগুলো কেমন লাগলো জানাবেন। কাজে আসলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না যেন।
সৌজন্যেঃ ডেভস টিম।

Teespring related other website

Teespring Expert - Tutorials And Courses On Teespring:



Teespring Beginner guide - how to create successful Teespring campaigns



www.teescover.com

www.teeincome.com

https://teespring.com/discover

https://university.teespring.com


Templates:

TeeProfit.com - New Shirt Template Every Day. ... Upload To TeeSpring – Or any online shirt distribution company! And you're ready to start your Facebook ...
https://teeprofit.com

Design Templates. Take advantage of these free templates! If you're in Chrome the PSD file will download as soon as you click the image, in other browsers you ...
https://university.teespring.com/design-templates


Free vactor art and template:
https://www.vecteezy.com/free-vector/t-shirt-vector-template
www.vecteezy.com

Advertisment: 

http://fanpagelist.com


Want to Create Better Ads for Your Teespring Campaigns?

Forget Learning Photoshop - Now You Can Generate High Converting Ads for Facebook, Twitter, Pinterest and Instagram in Under Two Minutes. For FREE.



Promoting Teespring campaigns? Create your Facebook t-shirt ads using TeeAdMaster templates and save time and a lot of money. No Photoshop or design ...
teeadmaster.com



Make Your Own Shirt Template for Teespring | 10 Minute Design ...




Quotes for teespring or Teeshirt
Find by google



Friday, August 12, 2016

ফ্রিতে অটোমেটিক সেল Teespring

আপনারা নতুন এসেই ডিজাইন শুরু এবং মার্কেটিংয়ে নেমে পইরেন না :P আর ইচ্ছামত ডিজাইন না করে ভালোমানের ডিজাইন করুন। আমি আগে থেকেই কিছু মার্কেটিং জানি দেখেই হয়তবা অল্প কয়েকদিনেই সেল পাইছি। নিচের স্টেপগুলো ফলো করলে আশা রাখি ভালো রেজাল্ট পাবেনঃ-


## ১. কীওয়ার্ড প্লানারঃ কীওয়ার্ড প্লানার এর ইউজটা ভালোভাবে জানেন বাইং কীওয়ার্ড (যে কীওয়ার্ড লিখে কাস্টমার আপনার টিশার্টটি কিনতে আসবে সেটিই বাইং কীওয়ার্ড, Exam: Best Father's Day T shirt, Cheap Fathers Day T shirt) এবং লংটেইল কীওয়ার্ড নিন (ইউটিউব থেকে গুগল কীওয়ার্ড প্লানার এর ইউজ নিয়ে অনেক টিওটোরিয়াল পাবেন)। চাইলে গুললে আপনার নিশ লিখে সার্চ দিলে একেবারে নিচে গুগল ১০টি কীওয়ার্ড সাজেস্ট করে অবশ্যই সবগুলোনা সেখান থেকে আপনার টি শার্ট রিলেভেন্ট কীওয়ার্ড নিন।
টাইটেলঃ টাইটেল এ কীওয়ার্ড দিন যে কীওয়ার্ড দিয়ে আপনার কাংখিত কাস্টমার সার্চ করবে (গুগল কীওয়ার্ড প্লানার এর সাহায্য নিন)।
ডিস্ক্রিপশনঃ ছোট একটি ডিস্ক্রিপশন লেখুন আপনার ডিজাইন নিয়ে যে ডিস্ক্রিপশনে কীওয়ার্ড থাকবে এবং কিছু কী ওয়ার্ড দিয়ে দিন নিচের মত করে ফলো করতে পারেন।
Keyword Section:
Best Cheap T Shirts for Men 2016 | Best T Shirts for Women 2016

#best mens t shirts 2016


ট্যাগঃ ট্যাগে ১ নাম্বার অপশনটি ব্যাবহার করে সেই কীওয়ার্ডগুলোই বসান।

ইউ আর এলঃ ইউ আর এল (কেম্পেইন লিঙ্ক) এ অবশ্যই একটি ভালো দেখে কীওয়ার্ড দিয়ে কাস্টমভাবে জেনারেট করে নিন।
ভিজিটরস যেগুলো নিয়ে সার্চ করে সেগুলোই টাইটেল, ডিস্ক্রিপশন, ট্যাগ এবং ইউ আর এল এ দিন
## ২। শেয়ারঃ ডিজাইন শেষে সাথে সাথে সোসিয়াল শেয়ার এবং পিং করে দিন যত জলদি করবেন তত আগেই রেঙ্ক করার সম্ভাবনা বেশি :) । নিচে ৪টি পিংলার সাইট দিলাম সেখানে সেখানে পিং করে দিন। আপনাদেরকে একটি মজার পিং সাইট দিচ্ছি (প্রথমটি) আপনারা যারা ব্যাকলিঙ্ক এর জন্য বিভিন্ন সাইটে দৌড়াদোরি করছেন তারা কয়েক মিনিটের মধ্যেই ভালো ভালো পি আর সাইটে শত শত ব্যাকলিঙ্ক পেয়ে যাবেন অটো :) । অটো ব্যাকলিঙ্ক, অটো সেল পাবেন আর কি চাই ;)


A. http://mass-pings.com/free-backlink... ( ইউ আর এল এবং কীওয়ার্ড দিয়ে Start Backlink এ ক্লিক করুন আর মজা দেখুন)

## ৩। ডিস্ক্রিপশনঃ ডিস্ক্রিপশনে অবশ্যই আকর্ষণীয় পিকচার দিবেন টি শার্ট পরে মানুষ দারিয়ে আছে (আমি আপলোড দিয়েছি দেখেন)। এটি দেখতে আকর্ষণীয় তাই কাস্টমারকে কিনার আগ্রহ বারায়। প্রথমেই আপনার Campaign এ যান তারপর প্রতিটি Campaign এর রাইট পাশে একটি সেটিংস বাটন আছে (দ্বিতীয় অপশনটি) সেটিতে ক্লিক করুন সেটিংসে যাওয়ার পর একেবারে নিচে যান তারপর যে পিকচারটি আপনার টি শার্টটি মানাবে সেটিতে ক্লিক করুন। প্রিভিও করে নেক্সট করুন তারপর ডাউনলোড করুন তারপর ফটোশপ দিয়ে ছোট (420*420 সাইজ দিতে পারেন) করে নিন তারপর ডিস্ক্রিপশনে দিয়ে দিন। এবং ডিস্ক্রিপশনে একটি বেস্ট সেলার এর ইমেজ দিয়ে দিন ( সবার উপরে)। নিচে একটি বেস্ট সেলার এর ইমেজ লিঙ্ক দিলাম চাইলে এটি ইউজ করতে পারেন।

এবং কাস্টমার চাইলে কি কি পেমেন্ট মেথড দিয়ে বাই করতে পারবে সেটি উল্লেখ করে দিতে পারেন আর এটির জন্য আমি জিফ ইমেজ ইউজ করি নিচে লিঙ্ক দিলাম চাইলে আপনি এটি কপি করতে পারেন নিজে ব্যবহার এর জন্য ।
এক কথায় অন পেজ এসইও টা ভালোভাবে হলেই হল। অন পেজ অপ্টিমাইজ (অন পেজ বলতে টাইটেল, ডিস্ক্রিপশন, ট্যাগ,ইউ আর এল মুলত এইগুলোকেই বুঝানো হইছে) ভালোভাবে হলে আর আপনার ডিজাইন ভালো হলে আপনি অটো সেল পাবেন ইনশাআল্লাহ্‌ :)
= আরো কিছু সিক্রেট টিপস নিয়ে হাজির হব পরে :P আপনার টুইটার এর টুইটটি লক্ষ লক্ষ ফরেইন ফলোয়ার যাদের আছে তারাই রিটুইট করবে খুশি হয়ে :P এতে আপনার সেল আসতে পারে এবং স্ট্রং ব্যাকলিঙ্কও হল। আমরা জানি টুইটার এর PR (Page Rank) 10/10
তাছাড়া আরো কিছু হিডেন টিপস দিব ইনশাআল্লাহ্‌ :)
এই লিখাটি একটি পোস্ট আকারে দেয়া হইছিল কিছুদিন আগে সবার ভালো ফিডব্যাক পেলাম যাতে পোস্টটি হারিয়ে না যায় তাই ডক করে দিলাম যাতে নতুনরা এসেও ডক করে পরতে পারে :D