Search This Blog
Thursday, October 20, 2016
Wednesday, October 19, 2016
কিভাবে অনলাইনে টিশার্ট সেল করবেন – টিস্প্রিং এর বিস্তারিত গাইডলাইন
Shovon
আমি শোভন লাল। ইন্টারনেট মার্কেটিংনিয়ে কাজ শিখছি, করছি।
অনলাইনে টিশার্ট বিক্রির বিষয়টি আজ আর নতুন কোন বিষয় নয়। অনলাইনে যারা ক্যারিয়ার গড়তে চান তাদের অন্যতম পছন্দের বিষয় হল টিশার্ট সেলিং বিজনেস।
একটা সময় ছিল যখন অনলাইনে টিশার্ট সেল করাটা খুব সহজ বিষয় ছিল না। এটা করার জন্য আস্ত একটা টিশার্টের দোকান থাকাটা খুব জরুরি ছিল। কিন্তু ২০১৬ তে এসে বিষয়টা খুব সিম্পল হয়ে গেছে।
বাংলাদেশে অনলাইনে টিশার্ট সেল বলতে আমরা Teespring কেই বুঝি । অনলাইনে টিশার্ট সেলের জন্য আপনি অনেক প্লাটফর্ম পাবেন। তবে এগুলোর মধ্যে Teespring -ই সবচেয়ে বেশি জনপ্রিয়।
একটা টিশার্ট তৈরির জন্য আপনাকে কয়েকটি ধাপে কাজ করতে হয়-
- ডিজাইন ক্রিয়েট করা
- টিশার্টের উপর ডিজাইনটি প্রিন্ট করা
- টিশার্টের গুনগত মান নিশ্চিত করা
ভেবে দেখুন, এই কাজ গুলো করার জন্য আপনার কী পরিমাণ পরিশ্রম, সময় ব্যয় ও অর্থ বিনিয়োগের প্রয়োজন হত ! কিন্তু এগুলোর কিছুই আপনাকে করতে হবে না !
কারন Teespring হলএমন একটি প্লাটফর্ম যেখানে আপনি খুব সহজেই এই কাজ গুলি করতে পারবেন।এমনকি আপনি যে টিশার্ট গুলো সেল করবেন সেটা কাস্টমারের নিকট দ্রুত ও নিরাপদে পৌঁছে দেয়ার কাজটিও Teespring করবে।এজন্য Teespring আপনার কাছ থেকে কোন রকম এক্সট্রা চার্জ নেবে না।
অর্থাৎ এটা এমন একটা প্লাটফর্ম যেখানে আপনার লস হওয়ার কোন সম্ভাবনা নেই।আপনার কাজ শুধু সেল করা ও মুনাফা করা।
তবে Teespring আপনাকে তখনই পে করবে যখন আপনি আপনার সেলস টার্গেট পুরন করবেন।ভাবনায় পরে গেলেন ? ভাবনার কিছু নেই।খুব বড় কোন সেলস টার্গেট আপনাকে পুরন করতে হবে না।সবচেয়ে মজার বিষয় হল আপনার সেলস টার্গেট আপনি নিজেই ঠিক করে নেবেন।এটা ১০ টা টিশার্ট-ও হতে পারে ! অর্থাৎ কোন কিছুই আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবেনা।
তাহলে এখন প্রশ্ন হল Teespring কিভাবে লাভ করে এখান থেকে ? সত্যি কথা বলতে কী, এই সব কিছুই হবে তখন, যখন আপনার সেলস ক্যাম্পেইনটি TIP করবে। অর্থাৎ আপনি আপনার সেলস টার্গেট পুরন করবেন এবং এটা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে হতে হবে। শিপমেন্টের পর কাস্টমার যখন পে করবে তখনই কেবল Teespring সব খরচ বাবদ একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে নেবে।এছাড়া আপনাকে আর কোন অর্থ বিনিয়োগ করতে হবে না।
আপনাকে শুধু মার্কেটিং এর দিকটা মাথায় রাখতে হবে। আপনার মার্কেটিং যত ভালো হবে তত বেশি সেল পাবেন আপনি। আর আপনার মুনাফা বাড়তে থাকবে তরতর করে।
কিভাবে শুরু করবেন ??
Tuesday, October 18, 2016
Tuesday, September 6, 2016
Subscribe to:
Posts (Atom)